Mymensinghnews24

ময়মনসিংহ রবিবার, ১৫ জুন ২০২৫

শিরোনাম
  • ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন - আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠান রাষ্ট্রপতির পদত্যাগ দাবি সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না, আবার তাড়াহুড়াও করা হবে না ১৭বছর পর ময়মনসিংহ কোতোয়ালি থানা জামায়াতের কর্মী সম্মেলন রাঙ্গামাটিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অনুমতি উপেক্ষা করে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৮ জুলাই সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগরী ময়মনসিংহে ব্যতিক্রমী উদ্যোগ স্ট্রিট লাইব্রেরি, রাস্তার পাশেই ধার করা যায় বই
  • ময়মনসিংহে ব্যতিক্রমী উদ্যোগ স্ট্রিট লাইব্রেরি, রাস্তার পাশেই ধার করা যায় বই

    ময়মনসিংহে ব্যতিক্রমী উদ্যোগ স্ট্রিট লাইব্রেরি, রাস্তার পাশেই ধার করা যায় বই

    ময়মনসিংহে ব্যতিক্রমী উদ্যোগ স্ট্রিট লাইব্রেরি, রাস্তার পাশেই ধার করা যায় বই। 

    তথ্যপ্রযুক্তির যুগে সবাই যখন ফেইসবুক, ইউটিউব কিংবা অনলাইনে আসক্ত তখন মানুষের মাঝে বই পড়ার জোক সৃষ্টি করার লক্ষ নিয়ে যাত্রা শুরু হয় ময়মনসিংহ স্ট্রিট লাইব্রেরির। 

    আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ শিক্ষার্থী স্বচ্ছ দে ও তার বন্ধুরা নগরীর সারদা ঘোষ রোডে রাস্তার পাশে একটি ছোট্ট বুক সেলফে বই রেখে শুরু করে এমন এক ব্যতিক্রমী উদ্যোগ, যেখান থেকে চাইলেই যে কেউ একটা নিদৃষ্ট সময়ের জন্য ধার হিসেবে নিতে পারে বই, নিদৃষ্ট সময় পরেই আবার ফেরত দিয়ে নিতে পারবে অন্য বই, রাস্তার পাশে খোলা বুক সেলফে সারাদিন এভাবে থাকে গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণকাহিনী, ধর্মীয় ও ছোটদের বই, যেখানে ভীড় জমায় নানান বয়সী পাঠক পাঠিকা, অনেকে এখানে বসেই বই পড়ে আবার অনেকে ধার হিসেবে নিয়ে যায় নিজের বাড়িতে। 
    কিশোর স্বচ্ছ ও তার বন্ধুদের এমন উদ্যোগের প্রশংসায় মেতে উঠেছে বইপ্রেমী মহল, তারা ছুটে আসছে স্ট্রিট লাইব্রেরিতে, এছাড়াও এই কিশোর তার বন্ধুরা  ময়মনসিংহ বই পরিষদ নামে একটি ফেইসবুক গ্রুপে বই পড়ুয়া মহলকে সংঘবদ্ধ করে বই বিনিময় উৎসব নামে একটি মিলনমেলার আয়োজন করে, সেখানে একে অপরের বই আদান প্রদান করে পরিচিত হওয়ার সুযোগ পায় এছাড়াও তারা গ্রুপের মাধ্যমে শুরু করে সাহিত্য চর্চা যেখানে বইপড়ুয়া ও সাহিত্যপ্রেমীরা জমা দেয় প্রায় হাজারখানেক গল্প, কবিতা। 

    স্ট্রিট লাইব্রেরি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হলে স্বচ্ছ ও তার বন্ধুরা জানায় তারা ময়মনসিংহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বিভিন্ন মহল্লায় স্ট্রিট লাইব্রেরি চালু করবে পাশাপাশি তারা ময়মনসিংহের উপজেলা পর্যায়েও স্ট্রিট লাইব্রেরি চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে, ফেইসবুক ইউটিউব অনলাইন কিংবা গেইমিং করে সময় কাটানো যুবক কিশোরদের বইয়ের দিকে মনোযোগ সৃষ্টি করতে তারা গ্রামাঞ্চলেও বই পড়ার মাধ্যমকে সহজ করে দিবে, এছাড়াও বই বিনিময় উৎসব সহ লেখালেখির প্রতিযোগিতা চলমান রেখে তারা বই বিপ্লব ঘটিয়ে সকল বয়সী মানুষের মাঝে বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে সেই স্বপ্ন ই দেখে চলছে।


    শামীম

    সর্বশেষ