Mymensinghnews24

ময়মনসিংহ রবিবার, ১৫ জুন ২০২৫

শিরোনাম
  • ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন - আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠান রাষ্ট্রপতির পদত্যাগ দাবি সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না, আবার তাড়াহুড়াও করা হবে না ১৭বছর পর ময়মনসিংহ কোতোয়ালি থানা জামায়াতের কর্মী সম্মেলন রাঙ্গামাটিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অনুমতি উপেক্ষা করে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৮ জুলাই সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগরী ময়মনসিংহে ব্যতিক্রমী উদ্যোগ স্ট্রিট লাইব্রেরি, রাস্তার পাশেই ধার করা যায় বই
  • প্রকাশ্য রাজনীতি নাকি আন্ডারগ্রাউন্ড পলিটিকস (২য় পর্ব)

    প্রকাশ্য রাজনীতি নাকি আন্ডারগ্রাউন্ড পলিটিকস (২য় পর্ব)

    বিগত পর্বে বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নাগরিকের ধর্ম, বিবেক ও চিন্তার স্বাধীনতা, মতামত পোষণ তথা মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সংগঠনের স্বাধীনতার বিষয়ে যতদূর সম্ভব আলোকপাত করা হয়েছিল। সে পর্বের বিষয় এবং বিষয়ের প্রাসঙ্গিকতায় বিভিন্ন জনের প্রতিক্রিয়ায় কিছুটা উত্তাপ টের পাওয়া গেছে বৈকি। সম্মানিত পাঠকগণের চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি গত পর্বের লেখার টাইটেল বা শিরোনাম যতটুকু মনোযোগ কেড়েছে সে তুলনায় লেখার বিষয়বস্তুতে কেউ আরেকটু মনোযোগ দিলে সম্ভবত বেশি ভালো হত।

    চলতি বছর আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার অঘোষিত রাজতন্ত্রের পতনের পর গত শতকের ‘৯০ এর পর যে কোন বিবেচনায় জাতি যখন অধিকতর ঐক্যবদ্ধ, যখন দেশের কল্যাণে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত অধিকতর জরুরী ঠিক সে সময় দেশের প্রায় ৩৩ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করে ভবিষ্যত নেতৃত্ব তৈরির পথরূদ্ধ করার সংস্কৃতি ফিরিয়ে আনার প্রবণতার প্রেক্ষাপটে এবং বিগত আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রামে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নেতৃবৃন্দের ভূমিকা-বিশেষত আমার প্রাণের বিদ্যাপিঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের ভূমিকার পটভূমি থেকেই বিষয় নির্বাচন ও ৪ পর্বের ধারাবাহিক লেখার অবতারণা।

    জার্মান বংশদ্ভূত আমেরিকান সমাজবিজ্ঞানী এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রথম অধ্যাপক Dr. Amitai Etzioni এর মতে “It is so much easier to extol the virtues of civility than to talk civilly about the virtues we need to uphold.” সরল বাংলায় বললে-সভ্যতার যেসব গুণাবলী সমাজে প্রতিষ্ঠা করা উচিত সে সম্পর্কে সভ্য ভাবে কথা বলার চেয়ে সভ্যতার গুণাবলী নিয়ে আলোচনা করা বা তা নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলা অধিকতর সহজ।

    সমাজে এখন মিষ্টি কথার মন ভুলানো গল্পের মাধ্যমে তরুণদের মধ্যে সাধারণ ট্যাগ দিয়ে আলাদা করা হচ্ছে বিভিন্ন ইস্যুতে। প্রাসঙ্গিক কারণে প্রশ্ন তো করাই যায় যে, তাহলে অসাধারণ কে? ১৯৮২ সালে তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করেছিলেন। অথচ দেশে বর্তমানে কোন সামরিক শাসন না থাকলেও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করে অন্তরালে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় একটি দেশের সভ্যতার অন্যতম মাপকাঠি সংশ্লিষ্ট দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও পাঠ গ্রহণের পরিবেশ, শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্ক, উদারনৈতিকতা, উচ্চ শিক্ষার পাশাপাশি গবেষণার সুযোগ। রাষ্ট্র পরিচালনা ও সরকার ব্যবস্থার প্রেক্ষাপটে উদার গণতান্ত্রিক প্রক্রিয়া সভ্যতার  আরও একটি বড় মাপের ইন্ডিকেটর। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ভিত্তিক নিজস্ব উইং না থাকলেও বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস বিশ্বের অপরাপর অংশের চেয়ে ভিন্ন এবং এই ভূখণ্ডের বিবেচনায় তা রীতিমত প্রাসঙ্গিক ও বাস্তব। এদেশের ছাত্র রাজনীতির প্রাসঙ্গিকতা, ইতিহাস ও বাস্তবতা অস্বীকার করার কোন উপায় নাই।


    সর্বশেষ