ভারতীয় দরপত্র বাতিল, ছাপা হবে দেশীয় মুদ্রণখানায়

অবশেষে বিগত ফ্যাসিস্ট আমলের নতুন শিক্ষাক্রমকে বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রমকে পরিমার্জনের মাধ্যমে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে এনসিটিবির চ্যায়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান নিশ্চিত করেছেন।
বিগত সরকার দেশীয় মুদ্রণখানাকে বাদ দিয়ে বই ছাপার ১৮টি স্লটে ভারতীয় প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছিলো। তবে তা বাতিল ঘোষণা করে নতুন করে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানকে কাজ প্রদানে নতুন করে দরপত্র আহবান করা হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই ছাপার জন্য প্রেসে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির বইগুলোও ছাপানোর জন্য প্রেসে পাঠানো হবে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে সব বইয়ের কাজ সম্পন্ন হবে।
তবে বছরের শেষে এসে বই ছাপানোর টেন্ডার বাতিল ও নতুন করে বই ছাপানর কারণে বছরের শুরুনে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত পাঠ্যবই পৌছাতে পারবে কি না এ নিয়ে ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে সামাজিক যোগাযগ মাধ্যম ও অনলাইন মিদিয়ায় জনগণের উচ্ছাস দেখে বুঝাই যাচ্ছে ২০২১ সালের শিক্ষাক্রমকে সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং নতুন করে বই ছাপানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।