১৭বছর পর ময়মনসিংহ কোতোয়ালি থানা জামায়াতের কর্মী সম্মেলন

কোতোয়ালি থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় ময়মনসিংহের গাঙ্গিনারপাড় প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
কোতোয়ালি থানা জামায়াতের আমির ইঞ্জি: আব্দুল বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কর্মপরিষদ সদস্য ড.সামিউল হক ফারুকী।
তিনি বলেন, আমরা পরাধীন ছিলাম এবার দ্বিতীয় বারের মত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্য কে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।প্রধান অতিথি তার বক্তব্যে শহিদ পরিবারের প্রতি সমবেদনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দুই লাখ টাকা করে শহিদদের পরিবারকে আর্থিক সহয়তার কথা তুলে ধরেন। এছাড়াও আজীবন শহিদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমীর আসাদুজ্জামান সুহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন।ছাত্রশিবিরের কাপ সদস্য ও মহানগর সভাপতি খালিদ মাহমুদ, কৃষি বিশ্ববিদ্যালয় সভাপতি ফাযায়েল আহমদ, মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য ও চরপাড়া থানা আমির খন্দকার আবু হানিফ, আকুয়া থানা আমীর আজিজুর রহমান, পেশাজীবি থানা আমীর এটিএম সারোয়ার হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান পাঠান । এসময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের এবং কোতোয়ালি থানা শিবিরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মান, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য।
সম্মেলন সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি এমদাদুল ইসলাম ও কর্মপরিষদ সদস্য নূরে আলম ।