ব্যাংকিং খাত থেকে ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে হাসিনা সরকারের সহযোগীরা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার সমমূল্যের অর্থ পাচার করেছে। তিনি আরও অভিযোগ করেন, ফ্যসিস্ট সরকারের গোয়েন্দা সংস্থার (বিশেষত ডিজেএফআই) সাথে জড়িত কতিপয় অসাদু ও দুর্নিতীবাজ কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন ব্যাংক দখল ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, ব্যাংক দখলের পর থেকে পাচার হওয়া অর্থের পরিমান আনুমানিক ২ লক্ষ কোটি টাকা (১ হাজার ৬৭০ কোটি ডলার)। পাচারের ক্ষেত্র হিসেবে নতুন শেয়ার হোল্ডারদের অযাচিত ঋণ দেয়া ও বিভিন্ন আমদানির ক্ষেত্রে অতিরিক্ত খরচ দেখানোর মাধ্যমে টাকাগুলো পাচার করা হয়েছে।
তিনি দাবী করেন, বিশ্বে এত বড় ব্যাংক ডাকাতি আর ঘটেনি। এত বড় ঘটনার পিছনে রাষ্ট্রীয় শক্তি মদদ না যোগালে তা কখনো সম্ভব হতোনা। পাচারকারীদের মাঝে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চ্যায়ারম্যান সাইফুল আলম ও তার সহযোগীদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তারা প্রায় ১০ বিলিয়ন ডলার পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ করেন।
তবে এস আলম গ্রুপের পক্ষে তাদের আইনজীবী প্রতিষ্ঠান কুইন এমানুয়েল আরকুহার্ট এন্ড সুলিভান গভর্নরের এ অভিযোগ ভিত্তিহীন ও নীতি বহির্ভুত বলে দাবি করেছে।