ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা

ময়মনসিংহে আগামী ১৫ ফেব্রুয়ারী প্রখ্যাত ইমসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে উলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) রাতে ময়মনসিংহের আল ইসলাম ট্রাস্টের আয়োজনে নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন। মতবিনিময় সভায় ময়মনসিংহের বিশিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবি ও পার্শ্ববর্তী জেলা এবং উপজেলা থেকে সুধীজনেরা অংশ গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, মহান আল্লাহ তায়ালা চাইলে আগামী ১৫ ফেব্রুয়ারী নগরীর সার্কিট হাউস মাঠে আজহারীর মাহফিলটি দেশের শ্রেষ্ঠ মাহফিল হিসেবে উপহার দেওয়া হবে। এসময় তিনি অনুষ্ঠানে ইত্তেফাকুল উলামা সহ অন্যান্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের অংশ গ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান। এছাড়াও পেশাজীবি ও বিভিন্ন সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বিশিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবি ও বিভাগের অন্যান্য জেলা এবং উপজেলা থেকে সুধীজনেরা আগামী ১৫ ফেব্রুয়ারী সার্কিট হাউস মাঠে ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়নে বিভিন্ন উন্মুক্ত পরামর্শ উপস্থাপন করেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক শহিদুল্লাহ কায়সারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ, গাঙিনাপাড়া আসাদ মার্কেটের সভাপতি মোশাররফ হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল,
ক্লিনিক মালিক সমিতির পক্ষে স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামছুদ্দোহা মাসুদ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল হক, নগরীর পাঠগুদাম মসজিদের ইমাম মুফতি আব্দুল হাই, আকুয়া হাজী বাড়ী মসজিদের ইমাম নেয়ামুতুল্লাহ এরশাদী, গফরগাঁও থেকে মোহাম্মদ আনসারুল হক, জেলা স্কুল মসজিদের ইমাম তালহা মোতাসিম বিল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস আহমেদ স্বপন, জেলা মোটরযান সমিতির সভাপতি শরাফ উদ্দিন কবির, আলম এশিয়া প্রাইভেট পরিবহনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান,
জেলা ইত্তেফাকুল উলামার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, সদস্য আবু তাহের খান, ময়মনসিংহ সদর ইত্তেফাকুল উলামার সহ সভাপতি মাওলানা আজিজুল হক, জেলা ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ সহ অন্যান্য উলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবি ও জেলা এবং উপজেলা সমুহের সুধীজনেরা।
02